বিশ্বকাপের টিকিট কেটে দেশে ফিরে যা বললেন জ্যোতি

বাছাই পর্বের শেষ ম্যাচে শনিবার পাকিস্তানের বিপক্ষে হারলেও ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে অপেক্ষায় ছিল বাংলাদেশ। অনিশ্চয়তা নিয়ে তাকিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জিতলেও রান রেটে বাংলাদেশকে অতিক্রম করতে পারেনি। যার ফলে ৫০ ওভারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ২০২২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। 

বিশ্বকাপের টিকিট কেটে বাংলাদেশ দল দেশে ফিরেছে। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমরা প্রথমদিকে ভালোই করেছিলাম। যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারবো। শুরুতে আমরা ভালো চেষ্টা করেছি, তো তারপরও প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি। তবে দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল সেটা বিশাল। তারপরও তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।’

বাংলাদেশের সঙ্গে চলতি বছরের নভেম্বর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তানও। ৫ ম্যাচের সবকটিতে জিতে পুরো দশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। 

এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাই পর্ব থেকে নতুন করে যুক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তান।