দুই ম্যাচ হেরে শাইনপুকুরের প্রথম বিভাগে অবনমন

২০১৭-১৮ মৌসুমে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে উঠে আসে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বেশ কয়েক সৌসুম দাপটের সঙ্গে খেলে দলটি আবার নেমে গেলো প্রথম বিভাগে। রেলিগেশন লিগে পারটেক্সের বিপক্ষে প্রথম ম্যাচেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল শাইনপুকুরের বিদায়। তবে সোমবার ব্রাদার্স ইউনিয়ের কাছে ৬ উইকেটে হারের পর শঙ্কাই সত্যি হলো।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার রেলিগেশন লিগে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল শাইনপুকুর। ব্রাদার্সের বিপক্ষে আগে ব্যাটিং করে ৩৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করে তারা। সর্বোচ্চ ৫৯ রান আসে মিনহাজুল আবেদীন সাব্বিরের ব্যাট থেকে। 

ব্রাদার্সের বোলারদের মধ্যে রাহাতুল ফেরদৌস জাবেদ তিনটি এবং সুমন খান ও সালাউদ্দিন শাকিল দুটি করে উইকেট নেন।

১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্রাদার্স ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। দলের জয় বড় অবদান রাখেন জিহাদুজ্জামান খান। ৮৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন ব্রাদার্সের এই উইকেট কিপার ব্যাটার। এর বাইরে মিজানুর রহমান খেলেন ৬৯ রানের ইনিংস।

শাইনপুকুরের রেলিগেশন নিশ্চিত হয়েছে, বাকি রইলো আরেকটি দল। আগামী ২৪ এপ্রিল পারটেক্স ও ব্রাদার্সের মধ্যকার ম্যাচ দিয়ে রেলিগেশন লিগ শেষ হবে। দুই দলই একটি করে ম্যাচ খেলে একটিই জিতেছে। তবে নীট রানরেটে এগিয়ে ব্রাদার্স। ২৪ তারিখে যারা জিতবে, তারাই প্রিমিয়ার লিগে টিকে থাকবে। অন্য দল নামবে প্রথম বিভাগে।