বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি

আইসিসি নারীদের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে গতকাল শনিবার। প্রথম তিন ম্যাচ জেতানোর পর টানা দুটি হারলেও পাকিস্তানের পর বাংলাদেশ মূল পর্বের টিকিট কেটেছে। দলটির হয়ে দারুণ পারফর্ম করা শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি এই আসরের সেরা একাদশে জায়গা পেয়েছেন।

আইসিসি এই একাদশ বাছাই করেছে চারটি ভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে। পাকিস্তানের চার খেলোয়াড় আছেন এই তালিকায়। বাংলাদেশের দুজনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের তিন জন ও স্কটল্যান্ডের দুই ক্রিকেটার সেরা ১১ জনের মধ্যে। বাংলাদেশের রাবেয়া খান রিজার্ভ প্লেয়ার।

বাংলাদেশের অধিনায়ক জ্যোতি একাদশে উইকেটকিপার ব্যাটার হিসেবে ঠাই পেয়েছেন। একটি শতকে ২৪৩ রান করা এই ব্যাটার পাঁচটি ডিসমিসালও করেছেন। আরেক বাংলাদেশি শারমিন  ২৬৬ রান করেছেন।

এই দলটির অধিনায়ক পাকিস্তানের ফাতিমা সানা। 

বিশ্বকাপ বাছাইয়ের একাদশ: হ্যালি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলী (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ/কিপার), ফাতিমা সানা (পাকিস্তান/অধিনায়ক), চিনেল্লে হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ আলেইনে (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেসার (স্কটল্যান্ড), নাশরা সান্ধু (পাকিস্তান) ও সাদিয়া ইকবাল (পাকিস্তান)।

রিজার্ভ: রাবেয়া খান (বাংলাদেশ)।