রনির সেঞ্চুরিতে মোহামেডানের জয়

সুপার লিগের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা মোহামেডান জয়ের দেখা পেয়েছে। লিজন্ডেস অব রূপগঞ্জের বিপক্ষে হারের পর রবিবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে অগ্রণী ব্যাংক ২৪০ রান করে। জবাবে খেলতে নেমে রনি তালুকদারের ১২২ রানে ৩৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে মোহামেডান।

বিকেএসপির তিন নম্বর মাঠে সাইফউদ্দিন ও ইবাদত হোসেনের বোলিং তোপে পড়ে অগ্রণী ব্যাংক। ২৪১ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে মোহামেডানের দুই ওপেনার রনি ও আনিসুল ইসলাম ১৯৯ রানের জুটি গড়েন। রনি স্বেচ্ছায় অবসরে গেলে দারুণ এই জুটি ভাঙে মোহামেডানের। ১০০ বলে ১০ চারও ৫ ছক্কায় তিনি নিজের ইনিংসটি সাজিয়েছেন। 

সঙ্গী সাজঘরে ফেরার পর স্কোরবোর্ড আরও ৭ রান যোগ হলে সাজঘরে ফেরেন আনিসুলও। ৮২ বলে ৭৫ রান করেন এই ব্যাটার। এরপর মাহমুদউল্লাহ (৭) ও তৌফিক খান তুষার (২৭) দ্রুত আউট হন। তাতে অবশ্য সমস্য হয়নি মোহামেডানের, ৩৭তম ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে ঐতিহ্যবাহী ক্লাবটি। অগ্রণী ব্যাংকের বোলারদের মধ্যে আরিফ আহমেদ একাই নেন তিনটি উইকেট। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মিডল অর্ডারের ব্যর্থতায় ৪২ ওভারে ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে অগ্রণী ব্যাংক। সর্বোচ্চ ৪১ রান আসে অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে। এছাড়া অমিত হাসান ৪০, ইমরানুজ্জামান ৩৮ এবং মার্শাল আইয়ুব ৩৫ রানের ইনিংস খেলেন।

মোহামেডানের বোলারদের মধ্যে ৪৭ রানে সাইফউদ্দিন নেন চারটি উইকেট। ইবাদত ৪০ রান খরচায় নেন তিনটি উইকেট। বাঁহাতি পেসার মোস্তাফিজের শিকার ২ উইকেট।