আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চম জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। তাতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তারা।
আহমেদাবাদের তীব্র গরমে প্রথমে ব্যাট করে দিল্লি ৮ উইকেটে সংগ্রহ করে ২০৩ রান। জবাবে জশ বাটলারের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে গুজরাট।
জয়ের লক্ষ্যে শুবমান গিল মাত্র ৭ রানে ফেরেন। তার পর ঝড়ো ব্যাটিংয়ে ধাক্কা সামাল দেন সাই সুদর্শন ও জশ বাটলার। ৩৫ বলে ৬০ রান যোগ করেন তারা। সুদর্শন ২১ বলে ৩৬ রানে ফিরলে ম্যাচ জেতানো ব্যাটিংটা করেছেন মূলত জশ বাটলার। সেরফানে রাদারফোর্ডকে নিয়ে ৬৯ বলে ১১৯ রান যোগ করে ম্যাচ হাতের মুঠোয় নিতে অবদান রাখেন তিনি। রাদারফোর্ড ৩৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪৩ রানে ফিরেছেন। অপরপ্রান্তে ৫৪ বলে ১১ চার ও ৪ ছক্কার বিস্ফোরক ইনিংসে অপরাজিত থাকেন বাটলার। ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি। সঙ্গে ৩ বলে ১১ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত ছিলেন রাহুল তেওয়াতিয়া। ম্যাচসেরা হয়েছেন বাটলার।
শুরুতে টস হেরে ব্যাট করা দিল্লির টপ অর্ডার ও মিডল অর্ডার রান পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। পার হতে পারেননি ৩৯ রানও। সর্বোচ্চ ৩২ বলে ৩৯ রান করেছেন অধিনায়ক অক্ষর প্যাটেল। ১৯ বলে ৩৭ রানের ইনিংস আসে আশুতোষ শর্মার ব্যাট থেকেও। এছাড়া ত্রিস্টান স্টাবস ২১ বলে ৩১, ওপেনার করুন নায়ার ১৮ বলে ৩১ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন।
গুজরাটের হয়ে ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রত্যাশিত রান পায়নি দিল্লি।