বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে ১৭৮ রানে থেমেছে বাংলাদেশ 

জিতলেই ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বেশি সংগ্রহ পায়নি বাংলাদেশ। নারীদের বাছাইয়ে টস জিতে তারা ৯ উইকেটে থেমেছে ১৭৮ রানে। 

লাহোরে শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে ছিলেন ব্যাটাররা। মূলত মাঝের দিকে তিনটি জুটি বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ পেতে সহায়তা করেছে। যার মূল কারিগর ছিলেন রিতু মনি। শুরুতে শারমিন আক্তারকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৪৪ রান। সেই রিতু মনি নাহিদাকে নিয়েও পঞ্চম উইকেটে যোগ করেন ৪৪। ষষ্ঠ উইকেটে ফাহিমাকে নিয়ে ২৭ রানের জুটিতে লড়াই চালিয়ে যান তিনি। ৭৬ বলে সর্বোচ্চ ৪৮ রানে রিতু আউট হলে হাল ধরার কাজটা করেন ফাহিমা।  রিতুর দায়িত্বশীল ইনিংসে ছিল ৫টি চার। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও বাকিরা সঙ্গ দিতে পারেননি তাকে। ফাহিমা ৫৩ বলে ৪ চারে ৪৪ রানে অপরাজিত থেকেছেন।   

পাকিস্তানের হয়ে ২৮ রানে তিনটি উইকেট নেন সাদিয়া ইকবাল। ৪৫ রানে দুটি নেন ফাতিমা সানা, সমান রানের বিনিময়ে দিয়ানা বেগও দুটি উইকেট শিকার করেছেন। 

এই ম্যাচ হারলেও বাংলাদশের বিশ্বকাপে যাওয়ার সুযোগ শেষ হচ্ছে না। সেক্ষেত্রে বিকালে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে তাকিয়ে থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজ হারলেই বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নেবে। 

ওয়েস্ট ইন্ডিজ জিতলে তখন নেট রান রেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চেয়ে রান রেটে বেশ পিছিয়ে ক্যারিবিয়ানরা। আজ তাদের জয়ের পাশাপাশি রান রেটেও নজর রাখতে হবে। পাকিস্তান অবশ্য এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে।