আইপিএলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। হারের দিন অবশ্য বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার মাইলফলক ছুঁয়েছেন। ভেঙেছেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারের রেকর্ড। টুর্নামেন্টে ভারতীয় হিসেবে আইপিএলের দ্বিতীয় দ্রুততম হাজার রানের মালিক হয়েছেন তিনি।
পতিদার এই মাইলফলক ছুঁয়েছেন ৩০ ইনিংসে। তার আগে রয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। তার লেগেছে ২৫ ইনিংস। শচীনের মাইলফলকটি স্পর্শ করতে লেগেছিল ৩১ ইনিংস। রুতুরাজ গায়কোয়াড়েরও লেগেছে ৩১ ইনিংস।
অবশ্য আইপিএলে তিনিই প্রথম ভারতীয় ব্যাটার, যিনি হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন গড় ৩৫-এর বেশি নিয়ে, স্ট্রাইক রেটও ১৫০ ছাড়ানো!
এই পরাজয়ে পয়েন্ট টেবিলে চারে নেমে গেছে বেঙ্গালুরু। ৭ ম্যাচে তাদের জয় ৪টি, হার ৩টি। পাঞ্জাব দুই নম্বরে উঠেছে। সংগ্রহ ১০ পয়েন্ট। সাত ম্যাচে তাদের জয় ৫টি।