বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব

চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টির হানায় দুই দলের ইনিংস থেকে কাটা পড়ে ৬টি ওভার। ১৪ ওভারের ইনিংসে ব্যাটিং বিপর্যয় দেখে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে টিম ডেভিড ঝড়ে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে ৯ উইকেটে ৯৫ রান করে তারা। তবে সেই রান জেতার জন্য যথেষ্ট হতে পারেনি। ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছে পাঞ্জাব কিংস।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বেঙ্গালুরু। আর্শদীপ সিং প্রথম দুই ওভারে ফিল সল্ট (৪) ও বিরাট কোহলিকে (১) নিজের শিকার বানান। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। পঞ্চাশ রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু দাঁড়িয়ে যান ডেভিড।

৪২ রানে সাত উইকেট হারানোর পর ডেভিড ঝড়ে প্রায় একশ রান তোলে বেঙ্গালুরু। শেষ ওভারে তিন ছয়ে ২১ রান তোলেন তিনি। অস্ট্রেলিয়ান ব্যাটার শেষ বলে করেন হাফ সেঞ্চুরি। ৯৫ রানের মধ্যে তিনি একাই ২৬ বলে করেন ৫০ রান। বাকি ৫৮ বলে ৪৫ রান করেন বাকিরা। এর মধ্যে রজত পতিদার (২৩) কেবল দুই অঙ্কের ঘর পার করেন।

আর্শদীপের সঙ্গে মার্কো ইয়ানসেন, যুজবেন্দ্র চাহাল ও হারপ্রীত ব্রার দুটি করে উইকেট নেন।

৯৬ রানের লক্ষ্য দিয়েও লড়াই করেছে বেঙ্গালুরু। প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনকে নিজের শিকার বানান জশ হ্যাজেলউড। অবশ্য ততক্ষণে জয়ের ভিত গড়ে ফেলে পাঞ্জাব।

অষ্টম ওভারে ৫৩ রানে চার উইকেট পড়লে রানের চাকা কিছুটা থমকে গিয়েছিল। নেহাল ওয়াধেরা হাল ধরেন। পাঞ্জাবের প্রত্যাবর্তনের আশায় পানি ঢালেন তিনি। সুয়াশ শর্মা ও হ্যাজেলউডের ওভারে একটি করে চার ও ছয় মারেন, ১৯ বলে অপরাজিত ৩৩ রান করে সহজ জয় এনে দেন এই ব্যাটার। 

১২.১ ওভারে জয়সূচক ছক্কা মারা মার্কাস স্টয়নিস ২ বল খেলে ৭ রানে অপরাজিত ছিলেন। 

৫ উইকেট হারিয়ে পাঞ্জাব ৯৮ রান করে সাত ম্যাচে পঞ্চম জয় পায়।

দল না জিতলেও ঝড়ো হাফ সেঞ্চুরি ও দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন ডেভিড।

এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসের সমান ১০ পয়েন্ট নিয়ে তারা চার থেকে দুইয়ে উঠে গেছে। আর বেঙ্গালুরু সাত ম্যাচে তৃতীয় হারে ৮ পয়েন্ট নিয়ে তিন থেকে চারে নেমেছে।