ইনজুরি আক্রান্ত গুরজাপনীত সিংয়ের স্থলাভিষিক্ত হিসেবে দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভাল্ড ব্রেভিসের সঙ্গে চুক্তি করেছে চেন্নাই সুপার কিংস। ২ কোটি ২০ লাখ রুপিতে পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।
৮১ টি-টোয়েন্টিতে ব্রেভিস ১৭৮৭ রান করেছেন, সর্বোচ্চ ১৬২। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলেও আগে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০২২ ও ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলেন।
এই বছরের শুরুতে এমআই কেপটাউনকে প্রথম এসএ ২০ ট্রফি জেতাতে ফাইনালে ১৮ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলেন ব্রেভিস। টুর্নামেন্টের ষষ্ঠ শীর্ষ রান সংগ্রাহক ছিলেন তিনি।
নভেম্বরে ২০২৫ আইপিএল নিলামে ব্রেভিসের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। কিন্তু অবিক্রিত ছিলেন। তবে গত কয়েক মাস ধরে দারুণ ফর্মে তিনি। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও প্রথম শ্রেণির টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার।
ক্যারিয়ারের শুরুতেই নজর কাড়েন ব্রেভিস। ক্রিজে সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সঙ্গেও তার মিল খুঁজে পান অনেকে। ডাকনাম হয় ‘বেবি এবি’।
তামিলনাড়ু সিমার গুরজাপনীতকে নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে কেনে চেন্নাই। চলতি মৌসুমে কোনও ম্যাচ খেলতে পারেননি তিনি।
সাত ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে চেন্নাই বর্তমানে টেবিলের তলানিতে। কনুইয়ের ইনজুরিতে রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় ভারপ্রাপ্ত নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।