ক্লাসেনকে টপকে অনন্য মাইলফলকে হেড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক হাজার রানের মাইলফলকে নাম লিখেছেন ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়ান ব্যাটার দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন। সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থ আইনরিখ ক্লাসেনকে পেছনে ফেলেছেন তিনি। ৫৭৫ বল খেলে হাজারি ক্লাবে ৩১ বছর বয়সী ব্যাটার।

হায়দরাবাদে ২৩ ম্যাচ খেলে ৮৩৭ রান হেডের। তার আগে দুই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে করেন ২০৫ রান।

সবচেয়ে দ্রুততম এক হাজার রানের মাইলফলকে সবার উপরে আন্দ্রে রাসেল। ৫৪৫ বল খেলে এই রান করেন কলকাতা নাইট রাইডার্স তারকা। এই তালিকায় তিন থেকে সাতে আছেন যথাক্রমে ক্লাসেন, বীরেন্দর শেবাগ, গ্লেন ম্যাক্সওয়েল, ইউসুফ পাঠান ও সুনীল নারিন।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়াংখেড়েতে বৃহস্পতিবার ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। ওপেনার অভিষেক শর্মা পাওয়ার প্লেতে জীবন পেয়ে ২৮ বলে ৪০ রান করেন। হার্দিক পান্ডিয়ার শিকার তিনি। তার বিদায়ের পর হেড ভুগেছেন। ২৯ বলে করেন ২৮ রান। স্ট্রাইক রেট একশরও কম। 

শেষ দিকে ক্লাসেন ও অনিকেত ভার্মা গুরুত্বপূর্ণ অবদান রাখলে বোর্ডে ১৬২ রান জমা পড়ে। দক্ষিণ আফ্রিকান ব্যাটার ২৮ বলে ৩৭ রান করেন। আট বলে ১৮ রানে অপরাজিত ছিলেন অনিকেত। ১৮তম ওভারে ২১ ও শেষ ওভারে ২২ রান তুলে হায়দরাবাদকে সম্মানজক স্কোর এনে দেন তারা।