এবার মেয়েদের ইমার্জিং ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা 

ইমার্জিং ক্রিকেটে নিজেদের প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকার মেয়েদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে বাংলাদেশে সফরে আসবে দক্ষিণ আফ্রিকা দল। চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই।

ইমার্জিং মেয়েদের ক্রিকেটের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  দক্ষিণ আফ্রিকা নারী দল ২ মে ঢাকায় এসে ওইদিনই চট্টগ্রামে চলে যাবে। ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের  বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলের প্রথম লড়াই ৬ মে। একই মাঠে সিরিজের পরের দুই ম্যাচ ৮ ও ১১ মে। তিনটি ম্যাচই শুরু সকাল ১০টায়।

ওয়ানডে সিরিজ শেষ করে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের ক্রিকেট একাডেমি মাঠে ১৪, ১৬ ও ১৮ মে। খেলা শুরু দুপুর দেড়টায়।

ফারুকের অধীনে গত ১০ এপ্রিল থেকে বিকেএসপিতে শুরু হয়েছে নারী ইমার্জিং দলের অনুশীলন ক্যাম্প। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার গত কয়েক বছর ধরে বিসিবির কোচিং কাঠামোর সঙ্গে যুক্ত আছেন। এর আগে নারী দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। এখন তার অধীনেই বাংলাদেশ নারী ইমার্জিং দল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে।