ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। তারা ঘোষণা দিয়েছে, চলতি মৌসুমে তাদের দল প্রতিটি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনের শিশু সহায়তা তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি অনুদান দেবে।
এক ভিডিও বার্তায় বললেন দলটির মালিক আলী খান তারিন বলেছেন, ‘এই মৌসুমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ফিলিস্তিনের দাতব্য সংস্থাগুলোর পাশে থাকবো।’
কীভাবে অনুদান দেবেন এর ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘ব্যাটসম্যানদের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত নিয়েছি, মুলতান সুলতানসের যেকোনও খেলোয়াড় একটি ছক্কা মারলে, ফিলিস্তিনি দাতব্য সংস্থায় ১ লাখ রুপি করে অনুদান দেবো। আমাদের বোলাররাও এতে অংশ নিতে চেয়েছে, তাই সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি উইকেটের জন্যও শিশুদের নিয়ে কাজ করে এমন ফিলিস্তিনি সংস্থাগুলোকে ১ লাখ রুপি করে আমরা দেবো।’
তারীন আরও বলেছেন, ‘মাঠে ভালো পারফরম্যান্সের প্রতি আমাদের মনোযোগ রয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা অসহায় শিশুদের পাশে থাকারও প্রতিশ্রুতি দিচ্ছি। এটি একটি বৃহৎ প্রচেষ্টার ছোট একটি পদক্ষেপ, আমরা গর্বিত যে এখান থেকেই শুরুটা করতে পারছি।’
মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি চলতি মৌসুম অবশ্য হার দিয়ে শুরু করেছে। করাচি কিংস-এর কাছে হেরেছে চার উইকেটে। প্রথম ম্যাচেই মুলতান সুলতানস তহবিলের জন্য তুলতে পেরেছে ১৫ লাখ রুপি।