ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। শনিবার আব্দুল মজিদের সেঞ্চুরির পর রূপগঞ্জের স্পিনার মাহমুদুল হাসানের বোলিংয়ে ২৮ রানের জয় পেয়েছে তারা। ব্যাট হাতে ৫৬ রানের পর বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল। এই জয়ে রেলিগেশন লিগ এড়ানোর পথে কিছুটা এগিয়ে গেছে রূপগঞ্জ। যদিও বিপদ এখনও কাটেনি। রবিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্রাদার্স হেরে গেলে রেলিগেশন এড়াতে পারবে দলটি। অন্যদিকে, ব্রাদার্স জিতে গেলে রেলিগেশন লিগ খেলতে হবে রূপগঞ্জকে। সেক্ষেত্রে ব্রাদার্স বেঁচে যাবে।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে রূপগঞ্জ আব্দুল মজিদের সেঞ্চুরিতে ২৫০ রান সংগ্রহ করে। জবাবে মাহমুদল হাসানের বোলিংয়ে ৪৮.১ ওভারে ২২২ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলের তিন ব্যাটার হাফ সেঞ্চুরি পেলেও সেটি কোনও কাজেই আসেনি। সর্বোচ্চ ৫৩ রান আসে রাহিম আহমেদের ব্যাট থেকে। এছাড়া মইনুল ইসলাম তন্ময় ও শাহরিয়ার সাকিবের ব্যাট থেকে আসে ৫০ রানের ইনিংস।
রূপগঞ্জের বোলারদের মধ্যে মাহমুদুল ৩১ রানে শিকার করেন চারটি উইকেট। এছাড়া জীবন তিনটি এবং মহিউদ্দিন তারেক নেন দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে রূপগঞ্জ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে। সর্বোচ্চ রান আসে আব্দুল মজিদের ব্যাট থেকে। ১৩৯ বলে ৬ চার ও ২ ছক্কায় মজিদ খেলেন ১০২ রানের ইনিংস খেলেন তিনি। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে মজিদের দশম সেঞ্চুরি। এছাড়া ৫৬ রান আসে মাহমুদুলের ব্যাট থেকে।
শাইনপুকুরের শরিফুল ইসলাম ও আলী মোহাম্মদ ওয়ালিদ দুটি করে উইকেট নেন।