টানা জয়ের ধারায় ছিল গুজরাট টাইটান্স। আইপিএলে তাদের প্রথম হারের তিক্ত স্বাদ দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। বিকালের ম্যাচে ৬ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে তারা।
অথচ লখনউয়ে টস হেরে ব্যাট করে ওপেনার শুবমান গিল ও সাই সুদর্শনের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা খারাপ ছিল না গুজরাটের। ১২০ রানের ঝড়ো ওপেনিং জুটি উপহার দেন তারা। কিন্তু শেষ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা যোগ করতে পারে মাত্র ৬০ রান। মূলত দুই লেগ স্পিনার রবি বিষ্ণয় ও দিগবেশ রাথির বৈচিত্র্যই লখনউকে শুরুর দিকে হারানো নিয়ন্ত্রণ পেতে ভূমিকা রাখে। গুজরাট শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। সুদর্শন ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেছেন। অধিনায়ক গিল ৩৮ বলে ৬ চার ও ১ ছক্কায় খেলেছেন ৬০ রানের ইনিংস।
২টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও রবি বিষ্ণয়। একটি নিয়েছেন দিগবেশ রাথি ও আবেশ খান।
জবাবে দশ বছরে প্রথমবার আইপিএলে ওপেনিংয়ে নেমে জয়ের মঞ্চ গড়ে দিতে ভূমিকা রাখেন ঋষভ পান্ত। এইডেন মারক্রামের সঙ্গে জুটি গড়ে পাওয়ার প্লের সদ্ব্যবহার করে লখনউকে এগিয়ে দেন তারা। পান্ত ১৮ বলে ২১ রান করে ৬.২ ওভারে আউট হলে ভাঙে ৬৫ রানের জুটি। মারক্রাম অবশ্য দলকে এগিয়ে নিতে খেলেছেন ৩১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস। তাতে ছিল ৯টি চার ও ১টি ছয়ের মার। তার আউটের পর দলকে ফিনিশিং লাইনের কাছে পৌঁছে দিতে অবদান রাখেন নিকোলাস পুরান। দলীয় ১৫৫ রানে ফেরার আগে ছক্কা বৃষ্টিতে ৩৪ বলে খেলেছেন ৬১ রানের অসাধারণ ইনিংস। তাতে ছিল ১টি চার ও ৭টি ছয়ের মার। ডেভিড মিলার ৭ রানে আউট হলেও ৩ বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আইয়ুশ বাদোনি। ২০ বলে ২ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন তিনি।
গুজরাটের হয়ে ২৬ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। ম্যাচসেরা মারক্রাম।
/এফআইআর/