পিএসএলের টিম হোটেলে অগ্নিকাণ্ড

পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী দিনে দুর্ঘটনার মুখোমুখি হলেন ক্রিকেটাররা। শুক্রবার বিকালে ইসলামাবাদের সেরেনা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে বিভিন্ন দলের বিদেশি খেলোয়াড়রা উঠেছিলেন। পাকিস্তানি গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

জেলা প্রশাসনের মুখপাত্র বলেন, সাত তলা বিশিষ্ট পাঁচ তারকা হোটেলটির একেবারে উপরের তলায় আগুন ধরে। 

আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে দমকলবাহিনীর আটটি গাড়ি।

এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পিএসএলের খেলোয়াড় ও স্টাফসহ সব অতিথিদের পূর্বসতর্কতা হিসেবে সরিয়ে নেওয়া হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে, কোনও গোষ্ঠীর হামলা থেকে নয়, বরং অবকাঠামোগত ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ড।

আজ শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স এই আসরের প্রথম ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।