পিএসএলে এক বছর নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার পেসার

পাকিস্তান সুপার লিগে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে দক্ষিণ আফ্রিকান পেসার করবিন বশকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে পিএসএল থেকে সরে দাঁড়ানোর শাস্তি তিনি পেলেন। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে।

৩০ বছর বয়সী বশকে গত জানুয়ারিতে পিএসএল ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে কিনে নেয় পেশাওয়ার জালমি। কিন্তু টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে মুম্বাই ইন্ডিয়ন্স চোটাক্রান্ত লিজাড উইলিয়ামসের স্থলাভিষিক্ত ঘোষণা করে তাকে।

পিএসএলের নিষেধাজ্ঞা ঘোষণার পর বশ বলেছেন, ‘পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আমি গভীর অনুতপ্ত। পাকিস্তানের মানুষ, পেশাওয়ার জালমির ভক্ত ও বৃহত্তর ক্রিকেট কমিউনিটির কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পিএসএল একটি সম্মানজনক টুর্নামেন্ট। আমার কর্মকাণ্ডের কারণে তৈরি হওয়া এই হতাশা আমি বুঝতে পারছি। পেশাওয়ার জালমির ভক্তদের বলতে চাই, আপনাদের হতাশ করার জন্য আমি সত্যিই দুঃখিত।’

শাস্তি মেনে নিয়েছেন বশ, ‘আমার কর্মকাণ্ডের দায় আমি নিচ্ছি এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞ ও জরিমানার শাস্তিসহ পরিণতি মেনে নিচ্ছি। এটা একটা কঠিন শিক্ষা, কিন্তু এই অভিজ্ঞতা থেকে আমি শিখলাম। নতুন নিবেদন ও ভক্তদের আস্থা নিয়ে ভবিষ্যতে আমি আবারও পিএসএলে ফেরার আশা করছি।’