হাজার বাউন্ডারিতে আইপিএলে কোহলির ইতিহাস

নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা এবার প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে হাজার বাউন্ডারি মেরে ইতিহাস গড়লেন।

আইপিএলে ইতোমধ্যে সর্বকালের শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন। এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতায় ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন আগেই। হাজার বাউন্ডারির মাইলফলকে পৌঁছাতে বৃহস্পতিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুটি বাউন্ডারি দরকার ছিল কোহলির।

৩৬ বছর বয়সী ব্যাটার বড় কোনও ইনিংস খেলতে না পারলেও দুটি ছয় ও একটি চারে ১৩ বলে ২২ রান করেন এবং পেরিয়ে যান হাজার বাউন্ডারি। ২৮০ ছয়ের সঙ্গে ৭২১ চারে তার বাউন্ডারি ১০০১টি।

কোহলির আশেপাশে কেউ নেই। একমাত্র শিখর ধাওয়ান ৯০০ বাউন্ডারির মাইলফলকে। বাঁহাতি ভারতীয় ওপেনার ৭৬৮ চার ও ১৫২ ছয় মিলিয়ে ৯২০ বাউন্ডারির মালিক।