নিউজিল্যান্ডের বর্ষসেরা হেনরি ও কার

নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে রাখলেন ম্যাট হেনরি ও অ্যামেলিয়া কার। দেশের বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদা পেয়েছেন দুজনে। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার ডেবি হকলি মেডেল পেয়েছেন কার এবং স্যার রিচার্ড হ্যাডলি মেডেল উঠেছে হেনরির গলায়।

২৪ বছর বয়সী কার এনিয়ে রেকর্ড টানা তৃতীয় বছর শীর্ষ পুরস্কার জিতলেন। গত বছর নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রূপকার ছিলেন তিনি। প্রতেযাগিতার সর্বোচ্চ ১৫ উইকেট শিকার করেছেন তিনি এবং নিউজিল্যান্ডের তৃতীয় সর্বাধিক ১৩৫ রান করেন। ফাইনালের ম্যাচসেরা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন কার। পরে আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে পান রাচেল হেহো ফ্লিন্ট ট্রফি।

নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসে কার আরও হয়েছেন মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্ষসেরা খেলোয়াড়। ওয়ানডেতে ৩৩ গড়ে রানের পাশাপাশি ১৪ উইকেট নিয়েছেন। ওয়েলিংটন ব্লেজকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। ১৫ উইকেটের সঙ্গে ৪৪১ রান তাকে এনে দিয়েছে নারীদের সুপার স্ম্যাশ বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি।

এদিকে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের সঙ্গে হেনরি হয়েছেন নিউজিল্যান্ডের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। পাঁচ ম্যাচে ২০.০৮ গড়ে ২৫ উইকেট নেন তিনি। এর মধ্যে গত বছর ভারতের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টেই পান আট উইকেট। ১৫.৫০ গড়ে ২৪ উইকেট নিয়ে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ও হয়েছেন এই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে রানার্সআপ করার অন্যতম কারিগর ছিলেন হেনরি।

সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বোলার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করা জ্যাকব ডাফি হয়েছেন এই ফরম্যাটের বর্ষসেরা। ৯.৭১ গড়ে তিনি ২১ উইকেট নিয়েছেন। পুরুষ প্রথম শ্রেণির ব্যাটিংয়ের জন্য রেডপাথ কাপ জিতেছেন কেন উইলিয়ামসন এবং প্রথম শ্রেণির বোলিংয়ের জন্য উইন্সর কাপ পেয়েছেন হেনরি।

আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া ক্রিস গ্যাফি হয়েছেন বর্ষসেরা আম্পায়ার।