নিষেধাজ্ঞার পর ফিরেই স্লো ওভার রেটের শাস্তি পেলেন হার্দিক

আইপিএলে প্রথম দুটি ম্যাচ খেলেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের কাছে হারের ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পেলেন দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

চলতি আইপিএলে মুম্বাই দ্বিতীয় ম্যাচ খেললেও প্রথমবার মাঠে নামেন হার্দিক। মুম্বাইয়ের প্রথম ম্যাচে তিনি খেলেননি নিষেধাজ্ঞার কারণে। গত বছরের আইপিএলে মুম্বাইয়ের শেষ ম্যাচের স্লো ওভার রেটের শাস্তি পেয়েছেন তিনি। 

ফিরে আবারও একই কারণে শাস্তি পেতে হলো হার্দিককে। সৌভাগ্যক্রমে মুম্বাই ও হার্দিকের সবশেষ স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হতে হচ্ছে না। নতুন নিয়ম অনুযায়ী জরিমানার সঙ্গে ডিমেরিট পয়েন্ট পাবেন হার্দিক। 

চলতি আইপিএলে এটি প্রথম স্লো ওভার রেটের শাস্তি। ৯ ম্যাচ পর এমনটা ঘটলো এবার। 

প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বাই মাঠে নেমে চেন্নাই সুপার কিংসের কাছে হারে।