পাঁচ বছরের জন্য আবুধাবি আফগানিস্তানের ‘সেকেন্ড হোম’

আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ) পাঁচ বছরের জন্য ‘ডেস্টিনেশন সাপোর্ট এগ্রিমেন্ট’ ঘোষণা করেছে। তাতে করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সব ট্রেনিং ক্যাম্প এবং আফগানিস্তান ‘এ’ ও জাতীয় বয়সভিত্তিক গ্রুপ ম্যাচের আয়োজন করবে দুবাইয়ের আবুধাবি।

২০২৯ সাল পর্যন্ত হওয়া চুক্তির পরবর্তী পদক্ষেপ হিসেবে এসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ড ভবিষ্যতে এই ভেন্যুকে আফগানিস্তানের সিনিয়র পুরুষ দলের দ্বিপাক্ষিক ম্যাচ আয়োজনে ব্যবহারের জন্য একসঙ্গে কাজ করবে। 

আফগানিস্তানে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে কোনও ক্রিকেট দল সফর করেনি। সিনিয়র আফগানিস্তান পুরুষ দল সফরকারী দলের জন্য হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে ভারতের দেরাদুন, লখনউ ও গ্রেটার নয়ডাকে। সংযুক্ত আরব আমিরাতেও হয়েছে আফগানদের হোম ম্যাচ। অতীতে আফগানিস্তানের তিন টেস্টের দুটি হয়েছে সেখানে। এছাড়া তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিও আয়োজন করেছে ভারত ও আমিরাতে।