প্রধান কোচের পর ইংল্যান্ডের ৯ বছরের নেতৃত্ব ছাড়লেন নাইট

ইংল্যান্ডের নারী দলের অধিনায়ক হিদার নাইট পদত্যাগ করেছেন। প্রধান কোচ জন লুইস দায়িত্ব ছাড়ার একদিন পর জাতীয় দলে তার ৯ বছরের নেতৃত্বের অবসান হলো।

৩৪ বছর বয়সী নাইট ১৯৯ ম্যাচে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছেন। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বিদায়ের পর এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজে হারে চলমান পর্যালোচনার মধ্যে তিনি দায়িত্ব ছাড়লেন। অবশ্য ইংল্যান্ডের হয়ে খেলে যাবেন তিনি।

শার্লট এডওয়ার্ডসের পর ২০১৬ সালের জুনে অধিনায়ক হন নাইট। ২০১৭ সালে দেশে মাটিতে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। এছাড়া ২০১৮ ও ২০২২ সালে দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালেও তোলেন দলকে। কিন্তু সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের পর ইসিবি নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই নাইটের উত্তরসূরি ঘোষণা করা হবে। 

পরবর্তী অধিনায়কের দৌড়ে আছেন সহঅধিনায়ক ও তারকা অলরাউন্ডার ন্যাট শিভার-বার্ন্ট, উইকেটকিপার অ্যামি জোন্স, বাঁহাতি স্পিনার সোফি এক্লেসটোন ও অফস্পিনার চার্লি ডিন।