যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মঞ্চে পিসিবির কেউ ছিল না

আয়োজক হওয়ার পরও দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেউ। যা বিতর্কের জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) বিষয়টার ব্যাখ্যা দিয়েছে।

ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। পুরস্কার বিতরণী মঞ্চে পিসিবির কারও না থাকা নিয়ে আইসিসির কাছে প্রশ্ন করেছিল পাকিস্তানের জিও নিউজ। আইসিসির একজন মুখপাত্র তাদের বলেছেন, পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ও স্বাগতিক বোর্ডের মনোনীত প্রতিনিধিকে ফাইনালের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু নাকভি ফাইনালের জন্য সময় বের করতে পারেননি, তাই দুবাই সফর করেননি। 

ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে পিসিবির প্রতিনিধির কারও না থাকা নিয়ে সমালোচনার জবাবে ওই মুখপাত্র বলেছেন, আইসিসি তাদের নির্ধারিত প্রটোকলের ওপর জোর দেওয়াতেই সেটা সম্ভব হয়নি। এর ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘আইসিসি শুধুমাত্র স্বাগতিক বোার্ডের প্রধান, যেমন সভাপতি, সহ-সভাপতি, চেয়ারম্যান কিংবা প্রধান নির্বাহীকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। অন্যান্য বোর্ড কর্মকর্তারা ভেন্যুতে উপস্থিত থাকতে পারলেও তারা মঞ্চের কার্যক্রমের অংশ হন না।’ 

ওই মুখপাত্র আরও জোর দিয়ে বলেছেন, এই প্রটোকল সব টুর্নামেন্টেই নিয়মিতভাবে অনুসরণ করা হয়ে থাকে। ব্যাপারটা যে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এমন নয়। তাই গতকাল পুরস্কার বিতরণী মঞ্চে পিসিবির কারও না থাকার একমাত্র কারণ ছিল বোর্ডের মনোনীত প্রতিনিধির অনুপস্থিতি।