আগামী আট বছর বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত!

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ভারতের আধিপত্য চোখে পড়ার মতো। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দলটির সবচেয়ে অভিজ্ঞদের অন্যতম বিরাট কোহলি বলেছেন, পরবর্তী আট বছর শাসন করার মতো দল তাদের আছে। 

নিউজিল্যান্ডকে হারানোর পর ব্রডকাস্টে কোহলি উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘যখন আপনি চলে যাবেন, প্রত্যাশা থাকবে দলটা যেন ভালো অবস্থাতে থাকে। আমার মনে হয়, আমাদের এমন একটা স্কোয়াড এখন আছে, যারা আগামী আট বছর বিশ্ব শাসন করার জন্য তৈরি।’

দলের তরুণদের ওপর বিশ্বাস আছে বলেই এমন মন্তব্য কোহলির। তিনি কয়েকজনের নামও এসয় উল্লেখ করেছেন, ‘শুবমান গিল ব্যাট হাতে দুর্দান্ত, আইয়ারও চমৎকার, রাহুল তো ম্যাচ শেষ করেছে এবং পান্ডিয়া ব্যাট হাতেও অসাধারণ পারফর্ম করছে।’

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ পরাজয়ের পর ভীষণ সমালোচিত হচ্ছিল ভারত। কোহলি মনে করছেন, এই জয় তাদের সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে, ‘এটা অসাধারণ বলতে পারি। অস্ট্রেলিয়ার কঠিন সফরের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম এবং বড় টুর্নামেন্ট জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি। তাই অনুভূতিটা অসাধারণ।’