গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। বিদায় বলেও ফিরেছিলেন তিনি। তার পর দীর্ঘ বিরতি। আলোচনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে পারেন। কিন্তু গত জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিয়েছেন। গতকাল (শুক্রবার) বিসিবি তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও কয়েক বছর ঘরোয়া ক্রিকেট খেলতে চান দেশসেরা এই ওপেনার। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন সাবেক অধিনায়ক?
তামিমের সাবেক দুই সতীর্থ মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান খেলোয়াড়ী জীবনেই সরাসরি রাজনীতিতে জড়িয়েছেন। শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমকেও এমন প্রশ্ন করা হয়েছিল যে, রাজনীতি করবেন কিনা- জবাবে বলেছেন, ‘রাজনীতি? এখন তো আমি রিটায়ার্ড, যদি আসিও, এখন ওই আলোচনাটা হবে না। তবে আল্লাহর রহমতে এরকম কোনও প্ল্যান নেই।’
অনেকদিন ধরেই তার বোর্ডে আসার গুঞ্জন শোনা যাচ্ছে। তাই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে- বিসিবি সভাপতি হতে চান কিনা- এই সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেননি দেশের সেরা ওপেনার। চোখ নাচিয়ে হাসতে হাসতে বলেছেন, ‘ওটা দেখা যাক…।’
তামিম শুক্রবার দারুণ ব্যাটিং করে বরিশালকে জিতিয়েছেন। এমন ইনিংসের পর অনেকের কণ্ঠেই আফসোস, যদি আরও কিছুদিন খেলতেন! আন্তর্জাতিক ক্রিকেটের বিদায় নিয়ে তামিম বলেছেন, ‘‘আমার সিদ্ধান্তটা আমি বুঝেশুনেই নিয়েছি। সবকিছুর একটা সময় থাকে। ছোটবেলা থেকে যখন ক্রিকেট খেলতাম, সব সময় দোয়া করতাম যেন এমন সময় খেলাটা ছাড়তে পারি, মানুষ আমাকে এসে বলে, ‘তুমি আরও এক-দেড় বছর খেলতে পারতে’, আলহামদুলিল্লাহ, আমি সেই সুযোগটা পেয়েছি।’’
সন্তানের জন্য ফিরতে চাইলেও ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরিস্থিতি ঘোলাটে না হলে অন্তত দুই/এক বছর খেলা চালিয়ে যেতেন বলে জানালেন তামিম, ‘২০২৩ সালের বিশ্বকাপের আগে আমার কিছু সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমার ছেলের জন্য। আমি আরও খেলে যাই, এটা সে চেয়েছিল। তবে যদি ২০২৩ সালের ঘটনা না ঘটতো এবং বিরতি না পড়তো, হয়তো আরও এক-দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম। কিন্তু সেই বিরতির পর বিভিন্ন বিষয় মাথায় এসেছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি। ফিরলে কেমন করবো, এটা নিয়ে ভাবিনি।’
শুক্রবার ম্যাচ সেরা ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করাতে ভূমিকা রাখেন তামিম। ২৯ বলে খেলা ৫৪ রানের এই ইনিংস তামিমকে বিশ্বাস দিচ্ছে ফুরিয়ে না যাওয়ার, ‘আমার কথা... আমার মনে হয়, অন্যটি (২০২৪ সালের) ভালো ছিল। বিশেষ করে এই কারণে... যা কিছু ঘটেছিল, এরপর যেভাবে ফিরে এসেছি, আমি রান করেছি। প্রায় সব পুরস্কার মনে হয় পেয়েছিলাম। সেটা বিশেষ ছিল। তবে আজকের ইনিংস... এই ধরনের ইনিংস বিশ্বাসটা দেয় আমার মধ্যে এখনও (ভালো করার সামর্থ্য) আছে।’