টানা তৃতীয়বার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার এই সম্মাননা পেয়েছেন চতুর্থবার। এর আগে ২০১৯, ২০২২, ২০২৩ সালে এই সম্মাননা পেয়েছেন ৬১ বছর বয়সী।
২০২৪ সালের বর্ষসেরা আম্পায়ার হিসেবে তিনি পাবেন ডেভিড শেফার্ড ট্রফি। ২০০৪ সালে এই পুরস্কার চালুর পর সবচেয়ে বেশি পাঁচবার জিতেছেন অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল (২০০৪-২০০৮)। তাছাড়া ৩বার করে জিতেছেন পাকিস্তানের আলিম দার, ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবোরো ও দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস। শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা জিতেছেন দু’বার।
ইংল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার ইলিংওর্থ খেলোয়াড়ি জীবনে ৯টি টেস্ট খেলেছেন। নিয়েছেন ১৯ উইকেট। রান করেছেন ১২৮। তাছাড়া ওয়ানডেও খেলেছেন ২৫টি। সেখানে ৬৮ রানের পাশাপাশি রয়েছে ৩০ উইকেট।
খেলোয়াড়ি জীবন ছাড়ার পর ইলিংওর্থ আম্পায়ার হিসেবে এখন পর্যন্ত ৭৪টি টেস্ট, ৯৩টি ওয়ানডে ও ৩৫ টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, আইসিসির পুরুষ বিভাগে ২০২৪ সালের বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নামিবিয়া অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। তিনি এই সম্মাননা পেলেন দ্বিতীয়বার। আর আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার হয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।