তামিমকে বিদায়ী বার্তায় মুশফিক-মাহমুদউল্লাহ যা বললেন

জাতীয় দলে না ফেরার সিদ্ধান্তেই অটল থাকলেন তামিম ইকবাল। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’

তামিমের অবসর ঘোষণায় সতীর্থরা নানাভাবে তাকে বিদায়ী বার্তা জানিয়েছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম তামিমের সঙ্গে থাকা ছবি পোস্ট করে বলেছেন, ‘এই অবসরে তোমার অর্জনের জন্য আমি কতটা গর্বিত, সেটা প্রকাশ করছি। দোস্ত, তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ এক দূত এবং বিশ্বমানের ব্যাটার। দুবাইয়ে আমাদের জুটিটি সব সময় মনে রাখবো, বিশেষ করে তুমি যখন ভাঙা আঙুল নিয়েও ব্যাট করেছিলে। এতে দেশের প্রতি তোমার নিবেদন ও খেলার প্রতি ভালোবাসা প্রকাশ পায়। অবসর শুভ হোক, দোস্ত। মাঠে তোমাকে ভীষণ মিস করবো। তবে ক্রিকেটের মাধ্যমে অসাধারণ এক বন্ধু পাওয়ার জন্য আমি আসলেই কৃতজ্ঞ।’

মাহমুদউল্লাহ রিয়াদও অভিনন্দন জানিয়েছেন ফেসবুকে। একটি ম্যাচের ছবি পোস্ট করে সিনিয়র সতীর্থ হিসেবে তিনি লিখেছেন, ‘তামিম, তোমার দীর্ঘ এবং দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সুন্দর সব অর্জনের জন্য অনেক অভিনন্দন। তুমি অনেক কিছু অর্জন করেছ এবং বাংলাদেশ দলে অনেক অবদান রেখেছ। আমার মনে হয়, বাংলাদেশ দলের হয়ে এটাই আমাদের শেষবার একসঙ্গে ব্যাট করার ছবি। তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের এবং মাঠ ও মাঠের বাইরে অনেক স্মৃতি আছে আমাদের। অবসর সুখের হোক এই কামনা করি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তোমার অবদান সব সময় মনে রাখা হবে।’