মতের অমিল খুব স্বাভাবিক, এখানে দোষের কিছু দেখি না: ফারুক

বিপিএলে ঢাকা পর্ব চলাকালে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনে নাজমুল আবেদীন ফাহিমকে অপদস্থ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এমন কিছু মেনে নিতে পারেননি বলে পদত্যাগ করতে চাচ্ছেন ক্রিকেট কোচ ফাহিম। বিষয়টি নিয়ে রবিবার সিলেটে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড সভাপতি। তিনি মনে করেন- মতের অমিল হতেই পারে, এটা দোষের কিছু দেখেন না।

ঘটনা নিয়ে গণমাধ্যমকে ফারুক বলেছেন, ‘পদত্যাগ করতে চাননি। বলেছেন, কাজ করা কঠিন। পদত্যাগ করতে চান, এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। যমুনা টিভির সঙ্গে আমি কথা বলেছি।  নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরানো। যখন কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম, তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ওই জিনিস থেকেই উনি হয়ত চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’

সেদিনের ঘটনা নিয়ে ফাহিম যমুনা টেলিভিশনকে বলেছিলেন, ‘আমার অনেক সময় মনে হয় বোর্ডের বাইরে থাকতে পারলেই মনে হয় ভালো হবে। কারণ, আমি বোর্ডের বাইরে থেকে যে ভূমিকা রাখতে পারি বা যে আলাপ-আলোচনা করতে পারি, সেটি এখানে থেকে করা সম্ভব নয়। যদি বোর্ডে থাকি তাহলে আমাকে কাজ করতে দিতে হবে। কাজ না করতে পারলে তার চেয়ে বাইরে থাকাই ভালো।’

ফারুক অবশ্য মনে করেন মতের অমিল কোনও ইস্যু না, এটা স্বাভাবিক ব্যাপার, ‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সব মিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সঙ্গে কী বলেছি, হয়ত আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিৎ।’

তিনি আরও বলেছেন, ‘ফাহিম ভাই আমার বড়, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র প্লেয়ার। আমার অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে উনি হয়ত মনঃক্ষুণ্ণ হয়েছেন।’