২৫০০ টাকায় মিলবে বিপিএল মিউজিক ফেস্টের টিকিট, সর্বোচ্চ দাম ১২ হাজার

বিপিএলের ১১তম আসর শুরু হবে ৩০ ডিসেম্বর। এই আসরকে বর্ণাঢ্য করতে সর্বোচ্চ পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সেই লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। এখানে কিংবদন্তি সঙ্গীতজ্ঞ রাহাত ফতেহ আলী খানের সঙ্গে থাকছে বাংলাদেশের মাইলস, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ড। 

তবে এই মিউজিক ফেস্ট সরাসরি দেখতে খরচ করতে হবে মোটা অঙ্কের টাকা। বিসিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে মিউজিক ফেস্টের টিকিটের দামসহ অনুষ্ঠানের শিল্পীদের নাম জানিয়েছে। সর্বোচ্চ ১২ হাজার টাকায় প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মিলবে। গোল্ড ও সিলভার ক্যাটাগরির টিকিটের দাম ৮ হাজার ও ৬ হাজার টাকা। ৪ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওই দিন বিকেল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে চারটায় আর কোনও দর্শক ঢুকতে দেওয়া হবে না। দেশি-বিদেশি ব্যান্ড ও তারকা শিল্পীরা থাকছেন বিপিএল মিউজিক ফেস্টের এই অনুষ্ঠানে। রাহাত ফতেহ আলী খান ও তার দলের সঙ্গে মাইলস, মুজা, সঞ্জয়, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ড থাকছেন। অনুষ্ঠান মাতাবেন র‌্যাপার হান্নান, জেফাররা। 

এছাড়া জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি সীমানা রাখা হয়েছে। সেখানে ১০০ আসন সংরক্ষণ করা আছে। 

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতাটি। বিপিএলে সাত দল অংশ নিচ্ছে। মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি। বাড়তি একদিন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

 টিকিট কেনার লিংক:-