ব্যাটারদের আত্মবিশ্বাসের অভাব প্রশ্নে মুশতাক বললেন, ‘একদিনে কি গাছ বড় হবে?’

চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। অথচ একই উইকেটে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটাররা খেই হারালেন। স্বাগতিকরা ৩৮ রান তুলতেই হারান ৪ উইকেট। এমন ব্যর্থতার পর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ সমর্থকদের ধৈর্য্য ধরার আহবান জানালেন।

একের পর এক ব্যাটিং ব্যর্থতায় টেস্ট ম্যাচ হারছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল- ক্রিকেটাররা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন কিনা? জবাবে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক বলেছেন, ‘আমার মনে হয় না আত্মবিশ্বাসের অভাব আছে। হয়তো টেস্ট ক্রিকেটের প্রক্রিয়ার কোনও অভাব আছে। সেটা ম্যাচ সচেতনতার ব্যাপার হতে পারে। মানসিকভাবে শক্ত থাকতে হবে। পাঁচ ওভার দেখতে হবে। মাইন্ডসেট… তাদের শুধু পরিস্থিতি বুঝতে হবে।’

মুশতাকের উত্তরের পর পাল্টা প্রশ্নে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘খুব ভালো প্রশ্ন। আপনি খুব সৎ প্রশ্ন করেছেন। আপনি কি একদিনে একটি গাছ বড় করে ফেলতে পারবেন? আপনি পানি দিতে থাকুন, বাগানের পরিচর্যাকারীর ওপর বিশ্বাস রাখুন। কখনও কখনও কোচ হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে। আপনি একদিনে গাছ বড় করতে পারবেন না। গাছটি কিছুদিন আগে-পরে আপনাকে দেখিয়ে দেবে যে সে ছায়া এবং ফল দিতে পারে।’

মুশতাক ব্যাটারদের দক্ষতার কোনও ঘাটতি দেখেন না, ‘আপনার কথা অনুযায়ী দক্ষতার ঘাটতি রয়েছে, কিন্তু আমি সেটার সঙ্গে একমত নেই। হয়তো ধৈর্য্যের মাত্রা আরও ভালো হতে পারতো। টেস্ট ক্রিকেট মানেই পরিস্থিতি অনুযায়ী খেলা। সাদমান দুর্ভাগ্যবশত লেগ সাইডে ক্যাচ আউট হয়েছে। এইসব ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে।’

টানা খেলার মধ্যে আছে বাংলাদেশ দল। ক্লান্তি কি ব্যর্থতার কারণ হতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে মুশতাক বলেছেন, ‘হ্যাঁ, ক্লান্তি থাকতে পারে, কিন্তু একজন পেশাদার দলের চিন্তাধারা তেমন হওয়া উচিত নয়। তাদের যতটুকু সম্ভব কঠোর পরিশ্রম করতে হবে। চারটি উইকেট হারানো বড় কিছু নয়। কোচের উচিত খেলোয়াড়দের বলা যে, যে কোনও পরিস্থিতিতেই তাদের লড়াই করতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে।’