সৌম্যকে রান আউট করে এনামুলও সেঞ্চুরি বঞ্চিত

বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট লিগে খুলনা ও বরিশালের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি শুরু হয় দেড় দিন পর। রবিবার পৌনে তিনটায় শুরু হওয়া লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৩০ রান করেছিল খুলনা। এনামুলের সঙ্গে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন সৌম্য (৬৩)। আউট হয় বেশ ক্ষুব্ধই ছিলেন তিনি। এনামুলের দোষেই মূলত সৌম্যকে সাজঘরে ফিরতে হয়েছে। সোমবার সেঞ্চুরি পথে থাকা এনামুলও হয়েছেন পারেননি তিন অঙ্ক ছুঁতে। সবমিলিয়ে খুলনা ৯ উইকেটে ৪০৮ রানে ইনিংস ঘোষণা করেছে।

সোমবার ১৩০ রান নিয়ে ব্যাটিং করতে নেমে খুলনা শেষ সেশনের কিছুক্ষণ আগে ইনিংস ঘোষণা করে। সর্বোচ্চ ৯৫ রান আসে এনামুলের ব্যাট থেকে। এর বাইরে সৌম্য ছাড়াও আরও দুই ক্রিকেটার হাফ সেঞ্চুরি পেয়েছেন। অমিত মজুমদার ৬৭ ও শেখ মেহেদী হাসান খেলেন ৬৩ রানের ইনিংস। উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৪৪ রানের ইনিংস।

বরিশালের বোলারদের মধ্যে তানভীর ইসলাম সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া কামরুল ইসলাম নেন দুটি উইকেট।

খুলনার ইনিংস ঘোষণার পর শেষ বিকালে বরিশাল ব্যাটিং করেছে ১৪.৪ ওভার। বিনা উইকেটে তাদের সংগ্রহ ২৮ রান। ইফতেখার হেসেন (১৮) ও আব্দুল মজিদ (৯) ব্যাটিং করছেন। ৩৮০ রান পিছিয়ে থেকে মঙ্গলবার চতুর্থ ও শেষ দিন সকালে ব্যাটিংয়ে নামবে বরিশাল। ম্যাচের যা অবস্থা তাতে করে ড্রয়ের পথেই এগোচ্ছে এই ম্যাচটি।