ম্যাচের আগের দিন বাংলাদেশের স্কোয়াডে জাকেরের বদলি মাহিদুল

কাল মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। হার দিয়ে শুরু করা সিরিজের শেষ ম্যাচের স্কোয়াডে একটি পরিবর্তন আনা হয়েছিল। তাসকিন আহমেদের বদলে স্কোয়াডে যোগ করা হয় পেসার সৈয়দ খালেদকে আহমেদকে। ম্যাচের আগের দিন আনা হলো আরেকটি পরিবর্তন। সোমবার সন্ধ্যায় জাকের আলী অনিকের ইনজুরিতে ভাগ্য খুললো মাহিদুল ইসলাম অঙ্কনের।

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরেই নিয়মিত রান করছেন মাহিদুল। ঢাকা লিগের সর্বশেষ আসরে মোহামেডানের জার্সিতে খেলে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬ ইনিংসে তার রান ৬৪৭। প্রথম শ্রেণির ক্রিকেটেও তিনি ধারাবাহিক। ৪৩টি ম্যাচ খেলে তার রান ১ হাজার ৯৩৪। চলতি লিগের প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে মাহিদুল সেঞ্চুরির দেখা পান। ২৩৩ বলে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি সেঞ্চুরির সঙ্গে আছে ৮টি হাফ সেঞ্চুরি। 

মাহিদুল সুযোগ পেলেও জাকেরের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। রবিবার নেটে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পান ঢাকায় অভিষেকে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটার। আর তাতেই চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জাকেরের ইনজুরি নিয়ে বলেছেন, ‘গতকাল (রবিবার) অনুশীলনে ব্যাট করতে গিয়ে জাকেরের চোট লেগেছিল। তার আগেও এখানে আঘাত লেগেছিল। কিছুটা ঝুঁকিপূর্ণ থাকায় জাকেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেরে উঠতে কয়েকদিন সময় লাগবে, এই কারণে দ্বিতীয় টেস্টের দলে তাকে রাখা হয়নি।’ 

স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।