প্রথম সেশনেই জয় নিশ্চিত করেছে সিলেট

জাতীয় ক্রিকেট লিগে রবিবার শেষ সেশনে চট্টগ্রামের দেওয়া ২২০ রানের লক্ষ্যে ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩০ রানে দিন শেষ করেছিল সিলেট বিভাগ। জয় থেকে আর ৯০ রান দূরে থেকে সোমবার সকালে ব্যাটিংয়ে নামে তারা। প্রথম সেশনে আরও ২ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলতেই লিগের প্রথম জয় নিশ্চিত হয়ে গেছে তাদের। প্রথম ম্যাচে ঢাকার সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে সিলেট ৬ উইকেটে চট্টগ্রামকে হারানোর স্বাদ পেলো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে সোমবার পিনাক ঘোষ ১৪ ও অমিত হাসান ২৩ রান নিয়ে মাঠে নামেন। সিলেট তখন জয় থেকে ৯০ রান দূরে। আগের দিন ১৪ রানে অপরাজিত থাকা পিনার পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ৮১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে, অমিত খেলেছেন ৪৩ রানের ইনিংস। আগের দিন তৌফিক খান তুষারের ৫১ ও জাকির হাসানের ৩৬ রানের পর পিনাক ও অমিতের ইনিংসের ওপর ভর করেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে সিলেট।

চট্টগ্রামের বোলারদের মধ্যে আশরাফুল হাসান ও ইফতেখার সাজ্জাদ প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

এর আগে সিলেটের বোলারদের দাপুটে বোলিংয়ে ১৯৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। চট্টগ্রামের ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস। চট্টগ্রামকে অল্প রানে বেঁধে নিজেরা ব্যাটিংয়ে নেমে সিলেটও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। করতে পারে মাত্র ১৫২ রান।  ৪৬ রানে এগিয়ে থেকে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। এবার রাজা, নাঈম আহমেদ ও নাসুম আহমেদের বোলিংয়ে ১৭৩ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪২ রান আসে সাজ্জাদুল হক রিপনের ব্যাট থেকে।