পাকিস্তানের বিপক্ষে টেস্ট তারকাদের বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া

ঘরের মাঠে আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য টেস্টের তারকাদের বিশ্রামে দিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট। ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নামও।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর চারদিন আগে শেষ হবে।  ঠিক এই কারণেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে বিশ্রাম দেওয়া হয়েছে। রয়েছেন মিচেল মার্শ ও ট্রাভিস হেডও। 

ক্যামেরন গ্রিন চোটগ্রস্ত থাকায় পুরো অস্ট্রেলিয়ান গ্রীষ্মেই তাকে পাওয়া যাবেনা। 

নিয়মিত অধিনায়ক ছিলেন মিচেল মার্শ। তিনি বিশ্রামে চলে যাওয়ায় জশ ইংলিস, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট শর্টের মধ্য থেকেই নতুন কাউকে সিরিজের জন্য অধিনায়ক বেছে নেওয়া হবে।  

চোট সারিয়ে ফিরেছেন ফাস্ট বোলার জাভিয়ের বারলেট, নাথান এলিস ও স্পেন্সার জনসন। ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১৪ নভেম্বর। দুই দিন পর সিডনিতে দ্বিতীয় ও হোবার্টে ১৮ নভেম্বর সিরিজের শেষ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে তার আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেটা শুরু ৪ নভেম্বর।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: শন অ্যাবট, জাভিয়ের বারলেট, কুপার কনলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার ম্যাককার্গ, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।