চারদিনের ম্যাচ দুই দিনেই জিতে নিলো ঢাকা মেট্রো

জাতীয় ক্রিকেট লিগে চারদিনের ম্যাচ দুই দিনেই জিতে নিয়েছে ঢাকা মেট্রো। রাজশাহী বিভাগকে ১০ উইকেটে হারিয়েছে তারা। প্রথম ইনিংসে অভিষিক্ত মারুফ মৃধা তোপ দাগিয়েছ্নে। দ্বিতীয় ইনিংসে হন্তারক বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তাদের বোলিংয়েই রাজশাহীর ব্যাটিং বিভাগ ধসে পড়ে। ৫৬ রানে ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন রাকিবুল হাসান।

বিকেএসপিতে আগে ব্যাটিং করে মারুফ মৃধার বোলিং তোপে পড়ে রাজশাহী। প্রথমবার প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমে রাজশাহীর ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন তিনি। রাজশাহী অলআউট হয়েছে ৭৭ রানে। ২২ রানে ৬ উইকেট নেন মারুফ। জবাবে শামসুর রহমান শুভর হাফ সেঞ্চুরিতে ২৩৩ রান করে ঢাকা মেট্রো। শুভ ৬৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া পেসার আবু হায়দার রনি খেলেন অপরাজিত ৪৩ রানের ইনিংস। 

রাজশাহীর বোলাদের মধ্যে সানজামুল ইসলাম সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নেন শফিকুল ইসলাম, সাব্বির হোসেন ও মেহরাব হোসেন।

১৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও বিপর্যয়ে পড়ে রাজশাহী। এবার রাকিবুলের ঘূর্ণিজাদুতে ১৬৬ রানে অলআউট হয় তারা। রাকিবুল ৫৬ রানে নেন ৮টি উইকেট। এই ইনিংসে মারুফ কিছুটা পরে বোলিং আসেন। ৪ ওভারে ৪ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য। রাজশাহীর ব্যাটারদের মধ্যে সাব্বির একাই লড়াই করেছেন। ৫৬ বলে ৩ চার ও ৮ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। 

জয়ের জন্য ১১ রানের লক্ষ্য পায় ঢাকা মেট্রো। মাত্র ২.১ ওভারে কোনও উইকেট না হারিয়েই লক্ষ্যটা ছুঁয়ে ফেলে তারা। আনিসুল সর্বোচ্চ ১৩ রানের ইনিংস খেলেছেন।