শান মাসুদকে উপহাস করে সমালোচনার মুখে রমিজ 

টানা টেস্ট ম্যাচ হারে ভীষণ চাপে ছিল পাকিস্তান। সবচেয়ে বেশি ছিলেন অধিনায়ক শান মাসুদ। সেই দলটাই ঘরের মাঠে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে ২০২১ সালের পর! পাকিস্তানের অবিশ্বাস্য নৈপুণ্যে প্রশংসাই হওয়ার কথা। কিন্তু রমিজ রাজা ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে আগের বিব্রতকর পারফরম্যান্সের কথা টেনে উপহাস করতে গিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন। 

ম্যাচ শেষে চলমান একটি অনুষ্ঠানে সঞ্চালক পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে উদ্দেশ্য করে বলছিলেন, ‘নিশ্চয়ই অধিনায়ক হিসেবে টানা ৬ টেস্ট হারের পর এমন জয়ে আপনি স্বস্তি পাচ্ছেন।’ ঠিক তার পরেই সেই প্রসঙ্গ টেনে উপহাস করার ভঙ্গিতে সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা বলেন, ‘টানা ৬ হার কীভাবে অর্জন করলে?’

ঠাট্টার ছলে প্রশ্ন করা হলে অধিনায়ক শান মাসুদও উত্তর দেন হাসিমুখে, ‘আমাদের এই জয় প্রয়োজন ছিল। পুরো দেশের এই জয়টা প্রয়োজন ছিল। আমি এতে দারুণ খুশি।’

এ সময় শান মাসুদের ব্যাটিংয়ের একটা সমস্যা নিয়েও কথা বলেন রমিজ। বিশেষ করে লেগ গ্ল্যান্স নিয়ে। রজিম রাজা বলেছেন, ‘এই শটকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন?’

রমিজ রাজার ঠাট্টার ছলে প্রশ্ন কিংবা কথাগুলো বললেও ব্যাপারটা মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয় তাকে নিয়ে। বলা হচ্ছে অসাধারণ জয়ের দিনে নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা করেছেন তিনি।