অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট-বলে আলো ছড়িয়ে তার পুরস্কার পেয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। প্রথমবার টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি।
যে কোনও র্যাঙ্কিংয়ে এবারই প্রথম চূড়ায় উঠেছেন লিভিংস্টোন। অবশ্য এমন সাফল্য পেতে বড় লাফ দিয়েছেন র্যাঙ্কিংয়ে। শীর্ষে বসতে এগিয়েছেন ৭ ধাপ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার উঠেছিল তারই হাতে। ব্যাট হাতে ৪৭ বলে ৮৭ রানের বিস্ফোরক ইনিংসের পর বল হাতেও ১৬ রানে নেন দুটি উইকেট। প্রথম ম্যাচে দল হারলেও অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়িয়েছিলেন। ২২ রানে তিনটি উইকেট নেওয়ার পর ২৭ বলে করেছেন ৩৭।
সাত ধাপ এগিয়ে লিভিংস্টোনের রেটিং দাঁড়িয়েছে ২৫২। যা তার ক্যারিয়ার সেরা। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে অবশ্য পরিবর্তন এই একটিই। দুইয়ে থাকা মার্কাস স্টয়নিসের চেয়ে ৪২ রেটিং লিড ধরে রেখেছেন। তার পর রয়েছেন সিকান্দার রাজা (২০৮ রেটিং) ও বাংলাদেশের সাকিব আল হাসান (২০৬)।
অসাধারণ নৈপুণ্যে ব্যাটারদের র্যাঙ্কিংয়েও লিভিংস্টোনের বিশাল উন্নতি হয়েছে। ১৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৩৩তম স্থানে। আর অস্ট্রেলিয়ার জশ ইংলিস ১৩ ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা দশে। একই সিরিজে ৩৭ বলে ৩৭ রান ও ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলে উন্নতি করেছেন অজিদের উইকেটরক্ষক ব্যাটার। শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড।
বোলারদের র্যাঙ্কিংয়ে আইনরিখ নর্কিয়াকে পেছনে ফেলে ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন অ্যাডাম জাম্পা। ফলে টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে এখন সবাই স্পিনার। তার চেয়ে এক রেটিং পয়েন্ট বেশি নিয়ে পাঁচে ওয়ানিন্দু হাসারাঙ্গা। জাম্পার রেটিং ৬৬২, হাসারাঙ্গার ৬৬৩। তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের আদিল রশিদের চেয়ে অনেক দূরে অবস্থান তাদের। রশিদের রেটিং ৭২১।