বুধবার জরুরি সভা ডেকেছেন পাপন

সরকার পতনের পর সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় ক্রিকেট বোর্ড অনেকটাই অচল হয়ে আছে। অচলাবস্থা কাটাতে বিসিবির পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। 

বুধবার বেলা ১১টায় জরুরি সভাটি হবে ক্রীড়া মন্ত্রণালয়ে। বিসিবির এক পরিচালক সভার কথা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

সরকার পতনের পর বিসিবির বেশ কয়েকজন পরিচালকসহ বোর্ড সভাপতি নাজমুল হাসান গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ দেশে থাকলেও অনেকেই দেশের বাইরে চলে গেছেন। এই অবস্থায় অনলাইনে বোর্ড মিটিং করা ছাড়া কোন উপায় নেই। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই অবস্থায় আসলে সরাসরি বোর্ড মিটিং করা সম্ভব নয়। এই কারণে বোর্ড সভাপতি অনলাইনে মিটিং কল করেছেন। অনেকেই আসলে দেশে নেই, অনেকে আবার দেশে থাকলেও সামনে আসতে ভয় পাচ্ছেন। সবকিছু মিলিয়ে আসলে অনলাইনে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে মিটিংটি অনুষ্ঠিত হবে।’

বুধবারের মিটিংয়েই নির্ধারিত হতে পারে বিসিবির ভবিষ্যৎ। গত সপ্তাহে ক্রিকেট বোর্ডের বর্তমান সংকট নিরসনে পদত্যাগ করবেন বলে মনস্থির করেছিলেন নাজমুল হাসান। বুধবারের অনলাইন সভায় জুমে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন ১২ বছর বিসিবিকে নেতৃত্ব দেওয়া এই সংগঠক। শুধু তাই নয়, আত্মগোপনে থাকা বেশ কয়েকজন পরিচালকও এইদিন পদত্যাগ করতে পারেন। এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদ কৃর্তৃক মনোনীত কাউন্সিলর জালাল ইউনুস পদত্যাগ করেছেন। তার ব্যাপারে জুম মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিবির ওই পরিচালক বাংলা ট্রিবিউনকে আরও বলেছেন, ‘আমাদের ই-মেইলের মাধ্যমে মিটিংয়ে ডাকা হয়েছে। ওখানে আলোচ্য সূচি সেভাবে ছিল না। তবে আমি যতটুকু বুঝি, এখানে হয়তো বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। যেসব বোর্ড পরিচালক আত্মগোপনে আছেন, তাদের নিয়ে আলোচনা হবে। জালাল ভাই পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র নিয়ে আলোচনা হবে। আমার ধারণা এখানে বেশ কয়েকজন পরিচালকসহ বোর্ড সভাপতি পদত্যাগ করারর সিদ্ধান্ত নেবেন।’

বোর্ড সভাপতিসহ বিসিবির পরিচালকরা পদত্যাগ করলে আইসিসির গাইডলাইন ও বিসিবির গঠনতন্ত্র মেনে বিসিবি পুনর্গঠন করতে আইনগত কোন বাধা থাকবে না। গত কয়েক সপ্তাহ ধরে ঝুলে থাকা সিদ্ধান্তগুলো বুধবারের মিটিংয়ের পর হয়তো সবকিছুর জট খুলে যাবে।