বড় অঙ্কের বোনাস ফিরিয়ে দিয়ে অর্ধেক নিলেন দ্রাবিড়!

‘জেন্টালম্যান’ রাহুল দ্রাবিড় তার চরিত্রের আরেকটি সুন্দর দৃষ্টান্ত তৈরি করলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্বকাপ জেতায় ভারতের এই বিদায়ী কোচকে ৫ কোটি রুপি বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল, কিন্তু তা থেকে অর্ধেক ছেড়ে দিলেন তিনি। কারণ তার কোচিং স্টাফ দলের অন্য সদস্যরা পাবেন আড়াই কোটি রুপি করে বোনাস, তিনি তাদের চেয়ে বেশি অর্থপুরস্কার নেওয়া সমীচীন মনে করেননি।

গত জুনের শেষ দিকে বারবাডোজে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। ওই অর্জনের পর বিসিসিআই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের জন্য সর্বমোট ১২৫ কোটি রুপি অর্থপুরস্কার ঘোষণা করে। তাতে করে দ্রাবিড়ের ভাগে পড়েছিল ৫ কোটি রুপি, আর অন্য কোচদেরকে আড়াই কোটি রুপি করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

হিন্দুস্তান টাইমস এক রিপোর্টে জানিয়েছে, দ্রাবিড় বোর্ডকে তার অর্থপুরস্কার কমিয়ে আড়াই কোটি রুপিতে করার অনুরোধ করেন। কারণ তিনি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচদের চেয়ে বেশি অর্থ নিতে চান না।

বিসিসিআই সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, ‘রাহুল একই পরিমাণ বোনাস (আড়াই কোটি রুপি) চেয়েছেন, যেটা দেওয়া হয়েছে তার কোচিং স্টাফের অন্য সদস্যদের। আমরা তার অনুভূতিকে সম্মান করি।’

দ্রাবিড়ের এমন অবস্থান এই প্রথমবার নয়। ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের কোচ থাকাকালে তার জন্য ৫০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়, যেখানে অন্য সাপোর্ট স্টাফদেরকে ২০ লাখ রুপি করে দেওয়ার সিদ্ধান্ত হয়। আর খেলোয়াড়রা পেতেন ৩০ লাখ রুপি করে। কিন্তু এই ধরনের বৈষম্য মেনে নেননি দ্রাবিড়। বিসিসিআইকে সমানভাবে অর্থপুরস্কার বণ্টনে বাধ্য করেন।

তারপর বোর্ড সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী দ্রাবিড়সহ কোচিং স্টাফ দলের প্রত্যেককে ২৫ লাখ রুপি করে দেয়।