ঠিক কী কারণে ভারতের বিপক্ষে খেলেননি তাসকিন?

ভারত ম্যাচের আগে ঘুমের কারণে দলের সঙ্গে মাঠে যেতে পারেননি তাসকিন আহমেদ। এই পেসারের অপেশাদারিত্বের কারণে নাকি শেষ মুহূর্তে পরিকল্পনা পাল্টাতে বাধ্য হন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে বাদ দিয়েই শেষ পর্যন্ত একাদশ গঠন করা হয় বলে খবরে প্রকাশিত হয়েছে। যদিও তাসকিনের দাবি, ঘুম থেকে উঠে মাঠে যেতে দেরি হওয়া একাদশ থেকে তার বাদ পড়ার কারণ নয়। 

তাসকিনের দেরিতে মাঠে যাওয়ার সত্যতা ক্রিকবাজকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ এক কর্মকর্তা, বিব্রতকর বিষয়টি নিয়ে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন তাসকিন। বিসিবির ওই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, 'এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না, তা শুধু কোচই ভালো বলতে পারবেন। কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) দিতে পারেন।’

তিনি আরও বলেছেন, 'যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনও সমস্যা থাকতো তাহলে কীভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন?’ ওই কর্মকর্তা যোগ করেন, ‘সময়মতো (ঘুম থেকে) উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।'

তবে তাসকিন দেরি করলেও টসের আগে, গা গরমের সময়েই মাঠে পৌঁছান বলে নিশ্চিত করেছেন দলের ম্যানেজারও। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে জাতীয় সংগীত গাইতে দেখা গেছে তাকে। 

ভারতের বিপক্ষে ম্যাচে না থাকা নিয়ে একটি জাতীয় দৈনিককে তাসকিন বলেছেন, 'আমি ঘুমের কারণে দেরি করেছি এটি সত্য। তবে এই কারণে আমাকে বাদ দেওয়া হয়নি। কম্বিনেশনের কারণেই আমাকে বাদ দেওয়া হয়।'

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দুই পেসারকে নিয়ে একাদশ সাজায় টিম ম্যানেজমেন্ট। তাসকিনের বাদ পড়ার বিষয়টি সে সময় অনেকের কাছেই খটকা লেগেছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, হঠাৎ কী এমন হলো, যার কারণে তাসকিন খেলছেন না।