আফ্রিদির কাছে প্রশংসিত রোহিত

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে রোহিত শর্মার শারীরিক ভাষার প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তাকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে বললেন নিজ দেশের অধিনায়ক বাবর আজমকে।

বারবাডোসে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে ভারত। আর পাকিস্তান নবাগত যুক্তরাষ্ট্র ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে সুপার এইটে উঠতে পারেনি। 

আফ্রিদি বললন, ‘দেখুন, নেতার ভূমিকা সবসময় খুব গুরত্বপূর্ণ। নেতার শারীরিক ভাষা দলের শারীরিক ভাষায় রূপান্তর হয়। নেতাকে দৃষ্টান্ত তৈরি করতে হবে। রোহিত শর্মাকে দৃষ্টান্ত হিসেবে দেখুন।’

আগ্রাসী খেলার ধরন দিয়ে দলের মধ্যে আত্মবিশ্বাসের বীজ বুনে দিয়েছেন রোহিত। এমনটাই মনে করেন আফ্রিদি, ‘তার (রোহিত) খেলা ও খেলার ধরনের দিকে তাকান। লোয়ার অর্ডারের ব্যাটাররাও আত্মবিশ্বাসী। কারণ অধিনায়ক আগ্রাসী ও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করেন। সুতরাং আমি সবসময় বিশ্বাস করি অধিনায়কের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পরামর্শও দিলেন আফ্রিদি। দলের অধিনায়ক নির্বাচনে জাতীয় নির্বাচন কমিটিকে ক্ষমতা দেওয়ার দাবি জানান তিনি।