টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতেরই আধিপত্য 

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিষ্পত্তি হওয়ার পর টিম অব দ্য টুর্নামেন্টও প্রকাশ করেছে আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন ভারতেরই আধিপত্য। দলটির ৬জন খেলোয়াড় একাদশে রয়েছেন। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া আফগানিস্তান দল থেকে জায়গা পেয়েছেন ৩জন। দক্ষিণ আফ্রিকা থেকে আইনরিখ নর্কিয়ার জায়গা হলেও তিনি মূলত দ্বাদশ খেলোয়াড়। তাছাড়া অস্ট্রেলিয়ার একজন আর ওয়েস্ট ইন্ডিজের একজন করে খেলোয়াড় রয়েছেন। 

টিম অব দ্য টুর্নামেন্ট: 

রোহিত শর্মা (ভারত)

রান: ২৫৭, গড় ৩৬.৭১, স্ট্রাইক রেট ১৫৬.৭, ফিফটি ৩টি

রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
রান ২৮১, গড় ৩৫.১২, স্ট্রাইক রেট ১২৪.৩৩, ফিফটি ৩টি

নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)

রান ২২৮, গড় ৩৮.০ স্ট্রাইক রেট ১৪৬.১৫, ফিফটি ১টি

সূর্যকুমার যাদব (ভারত)
রান ১৯৯, গড় ২৮.৪২, স্ট্রাইক রেট ১৩৫.৩৭, ফিফটি ২টি

মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)
রান ১৬৯, স্ট্রাইক রেট ১৬৪.০৭, উইকেট ১০টি, ইকোনমি ৮.৮৮

হার্দিক পান্ডিয়া (ভারত)

রান ১৪৪, স্ট্রাইক রেট ১৫১.৫৭, উইকেট ১১টি, ইকোনমি ৭.৬৪

অক্ষর প্যাটেল (ভারত)

রান ৯২, স্ট্রাইক রেট ১৩৯.৩৯, উইকেট ৯টি, ইকোনমি ৭.৮৬

রশিদ খান (আফগানিস্তান)
উইকেট ১৫টি, গড় ৮.২৬, ইকোনমি ৪.১৭, সেরা ফিগার ৩/৭

আরশদীপ সিং (ভারত)

উইকেট ১৭টি, গড় ১২.৬৪, ইকোনমি ৭.১৬, সেরা ফিহার ৪/৯

ফজল হক ফারুকি (আফগানিস্তান)

উইকেট ১৭টি, গড় ৯.৪১, ইকোনমি ৬.৩১, সেরা ফিগার ৫/৯

দ্বাদশ খেলোয়াড়: আইনরিখ নর্কিয়া (দক্ষিণ আফ্রিকা)
উইকেট ১৫টি, গড় ১৩.৪, ইকোনমি ৫.৭৪, সেরা ফিগার ৪/৭