বিশ্ব চ্যাম্পিয়নদেরকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেবে বিসিসিআই

রোহিত শর্মা ও রাহুল দ্র্রাবিড়ের হাত ধরে ১৩ বছর পর কোনও বিশ্বকাপ ট্রফি এলো ভারতের। শনিবার বারবাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারা ৭ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। আনন্দের রেশ থাকতেই বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড।

দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। নিজের এক্স অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পুরো প্রতিযোগিতা জুড়ে এই দল দারুণ অসাধারণ প্রতিভা, ইচ্ছাশক্তি ও খেলোয়াড়ি মানসিকতা দেখিয়েছে। এই অসাধারণ অর্জনের জন্য দলের সকল ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফকে অভিনন্দন।’

বিশ্বকাপ ফাইনালের সময় বারবাডোসের গ্যালারিতে ছিলেন জয়। রোহিতদের হাতে ট্রফিও তুলে দেন তিনি। ড্রেসিংরুমে গিয়ে সূর্যকুমার যাদবকে ম্যাচের সেরা ক্যাচের পুরস্কারও দেন এই কর্মকর্তা।

এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানি হিসেবে ভারত পেয়েছে ২০ কোটি ৩৬ লাখ রুপি। এবার তার চেয়েও সাত গুণ বেশি পুরস্কারের ঘোষণা দিলো বোর্ড।