কোহলি-রোহিতের পর অবসরে জাদেজা

বারবাডোসে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতের তৃতীয় সদস্য হিসেবে এই ফরম্যাট থেকে অবসর নিলেন রবীন্দ্র জাদেজা।

দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারানোর পর ম্যাচসেরার পুরস্কার নিতে এসে কোহলি বলেন, ‘ভারতের জার্সিতে আমি শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললাম।’ সংবাদ সম্মেলনে ভারতের শীর্ষ টি-টোয়েন্টি ব্যাটার রোহিতও এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন।

২৪ ঘণ্টা না পার হতেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জাদেজা টি-টোয়েন্টিকে বিদায় বললেন। ভারতীয় অলরাউন্ডার লিখেছেন, ‘কৃতজ্ঞতায় পরিপূর্ণ হৃদয় নিয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় দিলাম। গর্বের সঙ্গে অবিচল থেকে ছুটে চলা ঘোড়ার মতো আমি সবসময় আমার দেশের জন্য সেরাটা দিয়েছি এবং অন্য ফরম্যাটগুলোতেও সেটা চালিয়ে যাবো।’

jadeja-trophy

তিনি আরও লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে স্বপ্ন সত্যি হলো। আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা অর্জন। দারুণ কিছু স্মৃতির জন্য ধন্যবাদ এবং প্রাণঢালা সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

৭৪ ম্যাচ খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দিলেন জাদেজা। এই সময়ে ৫১৫ রান করেছেন, নিয়েছেন ৫৪ উইকেট।