আমরা শিরোপা জিততে চেয়েছি: রোহিত  

শিরোপার কাছে গিয়ে হৃদয় ভাঙার অভিজ্ঞতা ভারতের কাছে নতুন নয়। গত ওয়ানডে বিশ্বকাপেই যেমন রোহিতের অধীনে ফাইনাল খেললেও অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হাতছাড়া হতে হয়েছিল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও ছিল নানা দুশ্চিন্তা। কিন্তু রোহিত শর্মা-বিরাট কোহলিরা এবার আর ব্যর্থতার গল্প লেখেননি। ১৭ বছরের আক্ষেপ মিটিয়ে তুলেছে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। 

২০ দলের টুর্নামেন্টে ভারত আবার অনন্য কীর্তিও গড়েছে। প্রথম দল হিসেবে অপরাজিত থেকে জিতেছে বিশ্বকাপ। অবশ্য শিরোপা মঞ্চে দক্ষিণ আফ্রিকা যে একেবারে ছেড়ে কথা বলেছে এমনও নয়। ভারতের ওপর চাপ তৈরি করেছিল। সেই চাপ উতরানো গেছে বিরাট কোহলির ৭৬ রানের দুর্দান্ত ইনিংস এবং ডেথ ওভারে বোলারদের অসাধারণ নৈপুণ্যে। তাতে প্রথমবার ফাইনাল খেলতে আসা প্রোটিয়াদের বিপক্ষে নিশ্চিত হয়েছে ৭ রানের জয়। ফাইনাল জয়ের পর রোহিত শর্মা জানিয়েছেন, তার দল খুব করে চাইছিল এই শিরোপা জিততে। কারণ, ‘সংক্ষেপে বলা খুব কষ্টকর। বিশেষ করে গত ৩-৪ বছর আমরা যেভাবে কাটিয়েছি।’ 

রোহিতের কথা এই শিরোপা জয়ে আসলে বর্তমানের প্রতিচ্ছবি না। অতীতের সব পরিশ্রমের ফসল এই শিরোপা, ‘পর্দার আড়ালে আসলে অনেক কিছু হয়েছে। তাই আজ আমরা যে ম্যাচ জিতেছি সেটা আসলে একটা দিনের জয় নয়, গত কয়েক বছরের জয়। ৩-৪ বছরের পরিশ্রমের ফসল।’

পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়ার পরও ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর আর কোনও শিরোপা জেতেনি ভারত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেরেছে। যা ছিল পর পর হতাশার ঘটনা। সেই অভিজ্ঞতার কথা মনে করে রোহিত বলেছেন, ‘আমরা বেশ কিছু চাপের ম্যাচ খেলেছি। যেগুলোতে আসলে সফল হতে পারিনি। তাই এখন আমরা জানি, চাপের সময় কী কী করতে হবে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেলে কী করতে পারি- সেটার উজ্জ্বল উদাহরণ ছিল আজকে। একটা সময় সব কিছু দক্ষিণ আফ্রিকার পক্ষেই যাচ্ছিল। কিন্তু আমরা খুব করে চেয়েছি শিরোপা জিততে।’