ভারত নাকি দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ২৮ কোটি ৭৯ লাখ টাকা, বাংলাদেশ পেলো কত?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন দল পুরস্কার মূল্য হিসেবে পাবে মোটা অঙ্কের টাকা। রানার্সআপ দলও পেতে যাচ্ছে বেশ ভালো অঙ্কের অর্থ পুরস্কার।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কার মূল্য ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩২ কোটি টাকার একটু বেশি।

ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিতলে ২৪ লাখ ৫০ হাজার ডলার অর্থ পুরস্কার হিসাবে পাবেন। বাংলাদেশি মুদ্রায় বিশ্ব চ্যাম্পিয়নেরা পাবেন ২৮ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ দলকে দেওয়া হবে ১২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা। 

সেমিফাইনালে বিদায় নেওয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসেবে পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা করে। পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ আর্থিক পুরস্কার হিসেবে পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মূল্যে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা। সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ়, বাংলাদেশ এবং আমেরিকা এই টাকা পুরস্কার হিসাবে পাবে।

নবম থেকে দ্বাদশ স্থান অধিকারী দেশের জন্য রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার বা ২ কোটি ৯০ লাখ টাকা। বাকি ৮ দল পাচ্ছে ২ লাখ ২৫ হাজার ডলার বা ২ কোটি ৬৪ লাখ টাকা। এই তালিকায় আছে পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, নিউজ়িল্যান্ড, উগান্ডা, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল।

এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রতিটি ম্যাচ জেতা দলগুলো পকেটে পুরবে ৩১ হাজার ১৫৪ ডলার বা ৩৬ লাখ ৬০ হাজার টাকা করে। সেক্ষেত্রে বাংলাদেশ প্রাইজমানি হিসেবে চার কোটি ৪৯ লাখ টাকার সঙ্গে তিন ম্যাচ জিতে এক কোটি ৯ লাখ ৮২ হাজার টাকা পাচ্ছে।