‘ফাইনালে হারলে রোহিত বারবাডোসের মহাসাগরে ঝাঁপ দেবে’

১১ বছর ধরে আইসিসির কোনও শিরোপা নেই ভারতের। ২০১৪ সালের পর থেকে পাঁচটি ফাইনাল খেললেও সবগুলোতেই হার ছিল সঙ্গী। সর্বশেষ গত বছর নিজেদের ঘরের মাঠেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে।   

এবার কি ভাগ্য ফেরাতে পারবেন রোহিত শর্মা? ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর এক বছরের মাথায় আরও একটি ফাইনাল। তাও সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন, অধিনায়ক হিসেবে ফাইনালে আরেকটি ব্যর্থতা রোহিতকে মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত করে দেবে।    বার্তা সংস্থা পিটিআইকে সৌরভ বলেছেন, ‘আমার মনে হয় না সাত (আসলে ৬) মাসের ব্যবধানে রোহিত আরেকটি বিশ্বকাপ ফাইনাল হারবে। যদি অধিনায়ক হিসেবে দুটি ফাইনাল হেরে যায়, আমার মনে হয় রোহিত সম্ভবত বারবাডোসের মহাসাগরে ঝাঁপ দেবে।’  

ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। সেখানেও তাদের আশা চূর্ণ হয়েছে অজিদের দাপটে। সৌরভ চলতি টুর্নামেন্টে রোহিতের নেতৃত্বের প্রশংসা করেছেন। আশা করছেন, ফাইনালে এবার হয়তো ভাগ্য তাদের পাশে থাকবে, ‘রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ব্যাটও করেছে দারুণভাবে। আশা করবো ফাইনালেও সেটা অব্যাহত থাকবে। ভারত যেন প্রত্যাশা মতো অর্জনটা করতে পারে এবং তাদের সেই স্বাধীনতা নিয়েই খেলা উচিত।’