ভারত আমাদের উড়িয়ে দিয়েছে: বাটলার

দুই বছর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে গুঁড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। ওইবার তারা ফাইনালে উঠে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। শিরোপাধারী দল বৃহস্পতিবার আরেকবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলতে নেমে প্রতিশোধ নিলো। ১৭২ রানের টার্গেট দিয়ে ১০৩ রানে ইংলিশদের গুটিয়ে দিয়ে ১০ বছর পর ফাইনালে উঠলো ভারত।

ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার স্বীকার করলেন, ভারতের কাছে তার দল পাত্তা পায়নি। তিনি বললেন, ‘ভারত একেবারে আমাদের উড়িয়ে দিয়েছে। আমরা সম্ভবত তাদেরকে ২০-২৫ রান বেশি দিয়েছি। এটা ছিল চ্যালেঞ্জিং মাঠ, যেখানে তারা ভালো খেলেছে।’

বাটলার টস জিতে বোলিং নেন। হারের পেছনে ওই সিদ্ধান্ত কোনও প্রভাব রাখেনি বললেন অধিনায়ক, ‘দুর্দান্ত বোলিংয়ে তারা আমাদের হারিয়েছে। যদিও গড়পড়তায় স্কোর সামান্য বেশি ছিল। আমি মনে করি না টস দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।’

টার্গেট নিয়ে তিনি বলেন, ‘রান তাড়া করার জন্য (১৭২ রান) এটা সবসময় কঠিন।’ 

পরে সংবাদ সম্মেলনে বাটলার বলেছেন, ‘আমরা যে দল (বাছাই করেছি), টসে যাই ঘটেছে, তাদেরকে হারানো কঠিন ছিল। ম্যাচ জিততে হলে আমাদেরকে সেরা হতে হতো এবং সেই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে ছিলাম।’