ভারতে টেস্ট খেলবে বাংলাদেশ

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি ওভারের বিশ্বকাপ চলার মাঝেই ২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠে সিরিজের সময়-সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূচিতে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। বাংলাদেশ ছাড়াও আগামী মৌসুমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে আতিথেয়তা দেবে রোহিতরা। মূলত বাংলাদেশ সিরিজ দিয়েই ভারতের এই মৌসুম শুরু হচ্ছে।

পাঁচ বছর পর ভারতের মাটিতে দ্বিপাক্ষিক কোনও সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তার ওপর এটি আবার ভারতের মাটিতে বাংলাদেশের তৃতীয় টেস্ট সফর। সবশেষ ২০১৯-২০২০ সালে টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করেছিল সাকিব-তামিমরা। সেবার ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল। সেই সফরে লাল-সবুজ জার্সিধারীদের অর্জন ছিল একটি টি-টোয়েন্টি জয়। যেটি আবার  ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচে প্রথম জয়ও। 

ভারতের বিপক্ষে এই সফরে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি হবে তিন ভেন্যুতে। ৬ অক্টোবর ধর্মশালায় হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচের পর ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।