মঙ্গলবার দলের সঙ্গে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেন তামিম। বুধবার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের শেষ পর্বের ম্যাচ তার খেলার সম্ভাবনা রয়েছে।
অনুশীলনের সময় তামিম জানান, খান পরিবারের নতুন অতিথির নাম রাখা হয়েছে আরহাম ইকবাল খান। তামিম দেশে ফিরলেও তার স্ত্রী-সন্তান এখনও ব্যাংককেই অবস্থান করছেন। তাদের দেশে ফিরতে আরও তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে বলেও জানান তিনি।
/আরআই/এমআর/