বাবরকে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়তে বললেন মালিক

বিশ্বকাপে ভারতের কাছে বড় হারের পর পাকিস্তানের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরে দাঁড়াতে বলেছেন শোয়েব মালিক। পাকিস্তানের সাবেক অধিনায়ক তাকে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

গত শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারায় ভারত। তারপর থেকে পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের কাছে সমালোচিত হচ্ছেন বাবর ও তার দল। তাদের সঙ্গে এবার যোগ দিলেন মালিক।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘আমি আগের সাক্ষাৎকারগুলোতেও বলেছি যে বাবরের উচিত অধিনায়কত্ব ছাড়া। এটা আমার একান্ত মতামত। বাবর একজন খেলোয়াড় হিসেবে নিজের ও দলের জন্য চমৎকার কিছু করতে পারে।’

বাবরের নেতৃত্ব নিয়ে মালিক আরও বললেন, ‘আমি মনে করি বাবর একজন নেতা হিসেবে স্বাভাবিকের বাইরে কিছু চিন্তা করে না। কারও উচিত নয় তার ব্যাটিং দক্ষতার সঙ্গে অধিনায়কত্ব মিশিয়ে ফেলা, দুটো আলাদা। সে দীর্ঘদিন ধরে অধিনায়ক, কিন্তু সে নিজের উন্নতি করতে পারেনি।’

বাবরের স্থলাভিষিক্ত হিসেবে শাহীন আফ্রিদিকে পছন্দ তার, ‘বাবর আজম পদত্যাগ করলে শাহীন আফ্রিদির অধিনায়ক হওয়া উচিত। লাহোর কালান্দার্সের হয়ে সে আক্রমণাত্মক নেতৃত্ব করেছে।’